বাহারছড়া প্রতিনিধি।
গত ৩০/০৮/২০২১ইংরেজী বাঁশখালী পূর্ব চেচুরিয়া চৌধুরীপাড়া ৬ নম্বর ওয়ার্ডের ফরুক আহমদের পুত্র মোঃ-জুনায়েদ, পাশের বাড়ির এক মেয়েকে সম্পর্ক করে দুইজনের কোন ফ্যামিলির সদস্য কে না জানিয়ে পালিয়ে বিয়ে করে তারা, তার সূত্র ধরে, দুই ফ্যামিলিতে জগরা বিবাদ লেগে আছে, পরে দুই ফ্যামিলি মিলে সমস্যা সমাধানের জন্য বিচার মজলিসের দিন ধার্য করেন, বিচার মজলিসে ছেলে পক্ষে মেয়ে পক্ষকের মাঝে সমঝোতা করে দেওয়ার জন্য বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা বাঁশখালী পৌরসভা ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফিরোজ শাহীকে দুই ফ্যামিলির পক্ষ থেকে অনুরোধ করেন, বিচার করে দিতে যাবার সময়,ঐ দিন রাতে পাশের বাড়ির রাস্তায় হঠাৎ দেখতে পাই দুই পক্ষের লাঠিসোটা নিয়ে ব্যাপক সংঘর্ষ,তাদের পারিবারিক জায়গা জমিনের বিরুৎ নিয়ে, ফিরোজ শাহী গাড়ি দাঁড় করিয়ে দেখেন এখানে হতাহতের ঘটনা হয়ে যেতে পারে এমন সংঘর্ষ, দুই পক্ষকে দমিয়ে রাখার চেষ্টা করলেও সম্ভব হয়নি তার,এক পক্ষের লোক, অন্য পক্ষের লোক কে এমন ভাবে লাঠিসোটা নিয়ে ফিটাছে, লোকটা মরে যায় মত, এই অবস্থা চোখে পড়ে যখন উনার মুঠোফোন বাহির করে ভিডিও ফুটেজে ধারণ করতেছে দেখে, প্রতিপক্ষের লোকজন এসে লাঠিসোটা দিয়ে ফিরোজ শাহীর মাথায় আঘাত করলে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি অজ্ঞান অবস্থায় হাতে-পায়ে মারতে থাকে এমত অবস্থায় দেখে স্থানীয় লোকজনের গুরুতর অবস্থায় উদ্ধার করে,ফিরোজ শাহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করেন,বর্তমানে চিকিৎসাধীন রয়েছে, পরিবার সূত্রে জানা যায, কাউন্সিলর পদপ্রার্থী থেকে সরে দাঁড়ানোর জন্য ফিরোজ শাহীর প্রতিপক্ষের লোক অতর্কিতভাবে হামলা করেছেন ফিরোজ শাহীকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য,স্থানীয় লোকজনের সহায়তায়, আল্লাহর অশেষ কৃপায় ফিরোজশাহী জানে বেঁচে গেল, বাঁশখালী প্রশাসনের ওপর ফিরোজ শাহী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে, দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পাদন করা হোক।
0 মন্তব্যসমূহ