নিজস্ব প্রতিনিধিঃ
বাঁশখালীতে বৈদ্যুতিক শটে স্পৃষ্ট হয়ে আবুল কাশেম (৩৫) নামে এক টিভি-ফ্রিজ মেকানিকের মৃত্যু হয়েছে।
নিহত আবুল কাশেম বৈলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার পূর্ব চেচুরিয়া খদুলা পাড়া আদর্শ গ্রামের নুরুল আমিন প্রকাশ সোনা মিয়ার প্রথম পুত্র সন্তান বলে জানা যায়। তিনি টিভি ও ফ্রিজ মেকানিকের কাজ করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) শিলকুপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মৌলভী পাড়া এলাকায় জনৈক এমদাদের বাড়ীতে ফ্রিজ মেরামতের কাজ করতে গিয়ে বিকাল সাড়ে ৫ টায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তার মৃত্যুর খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, 'ফ্রিজ মেরামতের কাজ করতে গিয়ে জনৈক আবুল কাশেম নামে এক ফ্রিজ মেকানিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। নিহতের লাশের সুরতহাল করেছি। নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত করার জন্য চমেক প্রেরণ করা হবে।'
0 মন্তব্যসমূহ